বুধবার ১৫ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | Hooghly: রাজ্যপালের মুখে বারবার 'মোদিজি কি গ্যারান্টি', তীব্র কটাক্ষ সাংসদের

Pallabi Ghosh | ১৩ মার্চ ২০২৪ ১৯ : ১১Pallabi Ghosh


মিল্টন সেন, হুগলি: সরকারি অনুষ্ঠানে কৌশলে বিজেপির হয়ে প্রচার চালালেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বক্তব্য বারবার তুলে আনলেন মোদিজির গ্যারান্টির প্রসঙ্গ। যে গ্যারান্টি গত কয়েক মাস ধরে গণমাধ্যম, সংবাদপত্র সহ রাজনৈতিক মঞ্চে বিজেপি নেতা কর্মীদের মুখে বহুল প্রচারিত। বুধবার পিএম সুরজ পোর্টালের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের মুখে একাধিক বার উঠে এল মোদিজির সেই গ্যারান্টির প্রসঙ্গ। ওদিকে সরকারি উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালমাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও লাগাতার আক্রমণ চালালেন বিরোধী দলগুলির উপর। তাঁর সম্পূর্ণ বক্তব্যেই প্রতিফলিত হয় নির্বাচনী প্রচার। ফলে উপস্থিত সকলের কাছে সরকারি অনুষ্ঠান যে কার্যত রাজনৈতিক প্রচারের মঞ্চে রূপান্তরিত হয়েছে তা না বোঝার কোনও অবকাশ ছিল না।
এদিন উত্তরপাড়া গণভবনে আয়োজিত পিএম সুরজ পোর্টালের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যপাল বলেন, "আমি শপথ নিচ্ছি, নেতাজী সুভাষ চন্দ্র বোস, স্বামী বিবেকনন্দ, রবীন্দ্রনাথ ঠাকুরের নামে শপথ করে বলছি আমি শেষ পর্যন্ত লড়াই লড়ব। বাংলার দশ কোটি ভাই বোনেরা আমরা একসঙ্গে গরিবির বিরুদ্ধে লড়ব। আমরা হিংসার বিরুদ্ধে লড়াই করব। মহান প্রধানমন্ত্রী মোদিজির নেতৃত্বে দারিদ্রের বিরুদ্ধে লড়াই করব। আর তার হাতিয়ার হবে পিএম সুরজ পোর্টাল।" এক ভারত শ্রেষ্ঠ ভারতের বার্তা দিয়ে রাজ্যপাল বলেন, "ভারত উত্তর, পূর্ব, দক্ষিণ বা পশ্চিম না একটাই ভারত। পিএম সুরজ পোর্টাল হল মোদিজি কি গ্যারান্টি। আমাদের চলার পথে থেমে গেলে হবে না। বিবেকানন্দ বলেছেন, ওঠো জাগো ততক্ষণ থেমো না, যতক্ষণ না লক্ষ্যে পৌঁছতে পার। এতে প্রভাবিত হয়ে ভারত এগিয়ে চলেছে। এই শতাব্দীর সবচেয়ে লোকপ্রিয় যোজনাগুলো যেমন, "বেটি বাঁচাও বেটি পড়াও", "জনধন যোজনা", "আয়ুষ্মান ভারত", "কিষান সম্মান", "খেলো ইন্ডিয়া", "প্রধানমন্ত্রী আবাস যোজনা", "উজ্জ্বলা যোজনা"। ভারত বর্তমানে ক্ষুধা মু্ক্ত দেশের দিকে এগিয়ে চলেছে।" এদিন রাজ্যপাল কৌশলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সামনে রেখে লড়াইয়ের প্রসঙ্গ তুলে ধরেন। উপস্থিত সকলকে আশ্বস্ত করতে মহাভারতের উপমা টেনে বলেন, "কুরুক্ষেত্রের যুদ্ধে, সূর্য্য আকাশে থাকাকালীন জয়দ্রতকে পরাজিত করার অঙ্গীকার করেছিলেন অর্জুন। ওদিকে যুদ্ধ চলাকালীন সন্ধ্যা গড়িয়ে আসে। কিন্তু তখনও পরাজিত হননি জয়দ্রত। তখন কৃষ্ণ এক ঝটকায় সূর্যকে মধ্য আকাশে নিয়ে আসেন। এবং অর্জুনকে কৃষ্ণ বলেন, সূর্য্য এখন মধ্য গগনে। তোমার হাতে অস্ত্র রয়েছে। সামনে তোমার শত্রু। কর্ম করে যাও অর্জুন। এখানে সূর্য্য আমাদের উপরে রয়েছে। আমাদের অস্ত্র জনশক্তি। সামনে শত্রু, রাষ্ট্রের বেরে ওঠা সমস্যা। কাজ করে যেতে হবে।", মূলত এই কথা বলে রাজ্যপাল সূর্যের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তুলনা করেছেন।আবারও তুলে ধরেছেন মোদিজির গ্যারান্টির প্রসঙ্গ। এই প্রসঙ্গে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি বলেছেন, রাজ্যপাল মূলত বিজেপির হয়ে প্রচারে নেমেছেন। কিসের গ্যারান্টি উনি দিচ্ছেন। মোদির কোনও গ্যারান্টি বা ওয়ারেন্টি কিছুই নেই। সূর্যের সঙ্গে কিসের তুলনা করছেন রাজ্যপাল। এ থেকেই পরিষ্কার উনি শিক্ষা নিয়েছেন, কিন্তু শিক্ষিত হয়ে উঠতে পারেননি।
মূলত পিএম সুরজ পোর্টালের মাধ্যমে তফশিলি জাতি, সাফাই কর্মী, সেফটি ট্যাঙ্ক কর্মী, ওবিসিদের জন্য কম সুদে সহজ ঋণের আবেদন করা যাবে। এদিন গণভবনে উপস্থিত বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আধিকারীকদের উপস্থিতিতে মুদ্রা লোন ও পিএম স্বনিধি প্রকল্পের উপভোক্তাদের হাতে চেক তুলে দেওয়া হয়।
ছবি: পার্থ রাহা




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

আবারও লাইনচ্যুত মালগাড়ি, কয়েক ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল, চরম ভোগান্তি যাত্রীদের ...

আলুরদমের মেলা সঙ্গে কাঁকড়া, এই স্বাদের ভাগ হবে না...

কোথায় ঠান্ডা! মাঘেও নেই কনকনে শীতের আমেজ, পারদ পতন কবে থেকে? ...

বজবজ পুরসভার রজতজয়ন্তী বর্ষে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান, পুষ্প প্রদর্শনীতে উপচে পড়া ভিড় ...

ভর সন্ধ্যায় পেটে ছুরি মেরে যুবক খুন, চাঞ্চল্য রিষড়ায়!...

জলপাইগুড়িতে ধর্ষণে অভিযুক্ত পুলিশ অফিসার গ্রেপ্তার...

পৌষ সংক্রান্তির আবহে ঢেঁকির দেখা মেলে গ্রামে, হুগলির এই বাড়িতেই ভিড় জমান মহিলারা ...

পূণ্যার্থীদের ফেলা বর্জ্য পদার্থ দিয়ে গঙ্গাসাগরে তৈরি হবে নতুন রাস্তা...

'মাই এফআইআর পোর্টাল', কাজে স্বচ্ছতা আনতে বনগাঁ পুলিশের উদ্যোগ...

শেষ যাত্রা নাকি উৎসব! বাজনা বাজিয়ে দাদুর মরদেহ শ্মশানে নিয়ে গেলেন নাতিরা, কেন?...

চারদিন বালি সেতুতে চলবে না ট্রেন, চরম ভোগান্তির আশঙ্কা যাত্রীদের...

অনুব্রত মণ্ডলের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন কাজল শেখ! কীসের ইঙ্গিত? ...

রবিতেই ভরসা মুখ্যমন্ত্রীর, ৩৬তম রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন রবীন্দ্রনাথ ঘোষ...

পরপর পাঁচটি সিলিন্ডার বিস্ফোরণ!  সিকিমে ভয়াবহ অগ্নিকাণ্ড বহুতলে, কোটি টাকার ক্ষয়ক্ষতি ...

পুকুর পাড়ে গুগলি ধোয়া নিয়ে বচসা, চুঁচুড়ায় চলল গুলি, আহত মা ও ছেলে...

কচুবেড়িয়ায় পুলিশ ক্যাম্পে ভয়াবহ আগুন! আতঙ্ক ছড়াল গঙ্গাসাগরে, দমকলের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে...

গত বছরের চেয়ে বেশি জনসমাগম গঙ্গাসাগরে, পুণ্যার্থীদের জন্য কী কী সুবিধা থাকছে সেখানে, জানালেন মন্ত্রী অরূপ...

স্বামী ছিলেন গরিবের চিকিৎসক, তাঁর স্মৃতিতে বসতবাড়ি সাধারণ মানুষের জন্য দান করলেন স্ত্রী...

চন্দননগরে তাক লাগানো উদ্যোগ, গাছ নিজেই দেবে তার পরিচয়! কিউআর কোড স্ক্যান করলেই মিলবে যাবতীয় তথ্য...



সোশ্যাল মিডিয়া



03 24